ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় প্রতিবন্ধিতার শিকার প্রায় সাড়ে ৭০ হাজার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
নওগাঁয় প্রতিবন্ধিতার শিকার প্রায় সাড়ে ৭০ হাজার মানুষ

নওগাঁ: জেলায় মোট প্রতিবন্ধিতার শিকার শিশু ও ব্যক্তির সংখ্যা ৭০ হাজার ৪৫১ জন বলে জানিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
 
রোববার (২ এপ্রিল) দুপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য এ তথ্য জানান তিনি।


 
তিনি বলেন, জেলায় মোট ৭০ হাজার ৪৫১ জন প্রতিবন্ধিতার শিকার শিশু ও ব্যক্তির মধ্যে শারীরিক প্রতিবন্ধিতার শিকারের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়াও অটিজম, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা, দৃষ্টি, বাক, বুদ্ধি, শ্রবণ, সেরিব্রালসি, বহুমাত্রিক ও ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু ও ব্যক্তি রয়েছে।
 
উপজেলা ভিত্তিক এসব মানুষের সংখ্যা হলো- সদর উপজেলায় সাত হাজার ১৭৪ জন, আত্রইয়ে চার হাজার ৪৫৮ জন, ধামুইরহাটে পাঁচ হাজার ১৮৬ জন, নিয়ামতপুরে পাঁচ হাজার ১২ জন, পত্নীতলায় সাত হাজার ৭৮৮ জন, পোরশায় দুই হাজার ১১৪ জন, বদলগাছি সাত হাজার ৬১৫ জন, মহাদেবপুরে ১০ হাজার ৮২৯ জন, মান্দায় নয় হাজার ৭২১ জন, রানীনগরে চার হাজার ৯২৬ জন, সাপাহারে দুই হাজার ৫৫৪ জন ও নওগাঁ শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে তিন হাজার ৭৪ জন।

এবারের বিশ্ব অটিজম দিবসের প্রতিপাদ্য ছিল ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।  

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। বর্তমান সরকার তাদের কথা চিন্তা করে ভাতা কার্যক্রম চালু করেছে। আর তার সুফলভোগ করছেন প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিরা।

তিনি আরও বলেন, প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের আত্নউন্নয়নসহ তাদের সব ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধার নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিবন্ধিতার শিকার এতিম শিশুদের জন্য সরকারিভাবে একটি আবাসন ব্যবস্থা চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিবন্ধিতার শিকার শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ূন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক অছিম উদ্দিন এবং পত্নীতলা উপজেলার আমবাটি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।