ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ভয়ে অটোরিকশা নিয়ে খালে চালক, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
পুলিশের ভয়ে অটোরিকশা নিয়ে খালে চালক, আহত ৫

বরিশাল: পুলিশের গাড়ি দেখে মামলার ভয়ে অন্য পথ দিয়ে পালিয়ে যাওয়ার সময় অটোরিকশা উল্টে খালে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহত যাত্রীদের দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (০২ এপ্রিল) বিকেলে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই অটোরিকশার যাত্রী আহত মজিবর সরদার জানান, মহাসড়কের বেজহার এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে মাহিলাড়া বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি।

পথে মাহিলাড়া মোল্লা বাড়ি এলাকায় পৌঁছালে মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে মামলার ভয়ে অন্য পথ দিয়ে পালানোর চেষ্টা করেন অটোরিকশাচালক। এ সময় অটো উল্টে খালে পড়ে যায়। এতে অটোরিকশাচালক ও চারজন যাত্রী গুরুতর আহত হন।

তবে এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।