ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর দুই বাসে আগুন, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর দুই বাসে আগুন, মামলা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মেহেদী হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুই বাসের নামে মামলা হয়েছে।

রোববার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন।

আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন বলেন, দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী মেহেদি হাসান নিহতের ঘটনায় বাস দু’টির অজ্ঞাত চালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন নিহত মেহেদি হাসানের বাবা মাজেদ বাহাদুর। আমরা চালক ও হেলপারদের শনাক্তসহ গ্রেফতারে কাজ করছি।

এর আগে, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ব্যাঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে সেখানেই দুটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রেশিয়ান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।