ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি পেল ৭৫১ জন শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি পেল ৭৫১ জন শিক্ষার্থী

রাঙামাটি: পাহাড়ের শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৭৫১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।  

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বোর্ডের মিলনায়তনে প্রধান অতিথি থেকে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন, বোর্ডের সদস্য বাস্তবায়ন ইফতেখার আহমেদ, সদস্য অর্থ মোহাম্মদ হারুন-অর-রশীদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর ড. সেলিনা আখতার, রাঙামাটি মেডিকেল কলেজের প্রফেসর ডা. প্রীতি ভূষণ বড়ুয়া ও বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে প্রতি বছর তিন পার্বত্য জেলার শিক্ষার্থীদের মধ্যে জেলা ভিত্তিক শিক্ষা বৃত্তি প্রদান করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, জেলার কলেজ পর্যায়ে ৪০৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি সাত হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৪৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে।

বাংলাদেশ সময়:১৬৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।