ফেনী: ফেনীর রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চন্দন সাঁওতাল (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩ এপ্রিল) রাতে মহাসড়কের পশ্চিম রামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, খাগড়াছড়ি থেকে বাসে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মো. মোজাম্মেল হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ বাংলানিউজকে জানান, এ ঘটনায় ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে চন্দনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, আটক চন্দনকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসএইচডি/আরআইএস