ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বনানীতে ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- সাগর হোসেন ও ফয়সাল আহমেদ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে বনানী থানাধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস জানান, গোপণ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজার চালানসহ সাগর ও ফয়সালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়েরর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।