ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: বংশাল থানায় হচ্ছে মামলা, শাহবাগে জিডি  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: বংশাল থানায় হচ্ছে মামলা, শাহবাগে জিডি  

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় সরকারি কাজে বাধা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে বংশাল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। রাতে মামলাটি রেকর্ড হতে পারে।

 

বুধবার (৫ এপ্রিল) রাতে লালবাগ ডিভিশনের (ডিসি) মো. জাফর হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য যাচাই করে এই মামলা করা হচ্ছে। মামলায় আসামিদের নাম থাকতে পারে অথবা অজ্ঞাত হিসেবেও হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তর ভাঙচুর করা হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আলাদাভাবে সেটারও মামলা হবে ।

এছাড়া বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই তথ্যটি নিশ্চিত করেছেন রাতে রমনা ডিভিশনের (ডিসি) মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় গতকালকেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সবকিছুই আইন অনুযায়ী আগাবে।

বাংলাদেশ সময়:২২৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।