ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রোয়াংছড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
রোয়াংছড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৮

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায় দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধারের পর রোয়াংছড়ি থানায় নিয়ে গেছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে খামতাং পাড়া এলাকার পরিস্থিতি থমথমে। কোন দুটি পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, পাহাড়ের দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যারা নিহত হয়েছেন তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চরছে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা একই এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জের ধরেই আজকের ঘটনটি ঘটলো।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।