ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে মিনি ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
রামুতে মিনি ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ছবি- সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের রামুতে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার খুনিয়াপালং ভরাব্রীজ এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকার মৃত আনু মিয়া সওদাগরের ছেলে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত এবং দুইজন আহত হন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।  

তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হোসাইন জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।