ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নিজ ঘরের বারান্দায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
নিজ ঘরের বারান্দায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে নিজ ঘরের বারান্দা থেকে মাহেলা খাতুন (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহেলা খাতুন ওই গ্রামের এবাদ আলীর স্ত্রী।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম নিহতের পরিবারের বরাদ দিয়ে জানান, মহেলা খাতুন দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। আজ সকালে তার স্বামী এবাদ আলী কাজে বেরিয়ে যাওয়ার পরে ঘরের বারান্দায় গলায় ওড়না পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।