ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপহৃত শিশু উদ্ধার, দুই নারীসহ গ্রেফতার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
অপহৃত শিশু উদ্ধার, দুই নারীসহ গ্রেফতার ৩ 

গাজীপুর: গাজীপুরে অপহরণের ছয় দিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় জড়িত দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতাররা হলেন-নেত্রকোনার বারহাট্টা থানার বাউশি এলাকার মজলু মিয়ার স্ত্রী আল্পনা আক্তার রুবিনা (২৫), একই জেলার দুর্গাপুর থানার হাবিআলী এলাকার আবুল কাশেমের স্ত্রী ও রুবিনার বোন ফাতেমা বেগম (৩৬) এবং তার ছেলে রফিকুল ইসলাম (১৮)।  

শনিবার (৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।  

পুলিশ সুপার জানান, গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা এলাকায় সপরিবারে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করেন ফিরোজ আলম। গত ২০ মার্চ আল্পনা আক্তার ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। পরে আল্পনা আক্তারের সঙ্গে ফিরোজ আলমের পরিবারের সখ্য গড়ে ওঠে। গত ২ এপ্রিল ফিরোজ আলম ও তার স্ত্রী তাদের তিন মাস বয়সী শিশু কন্যাকে শাশুড়ির কাছে রেখে কর্মস্থলে চলে যান। একপর্যায়ে কৌশলে ওই দিন আল্পনা আক্তার রুবিনা শিশুটিকে অপহরণ করেন। বিকেলে বাসায় ফিরে শিশুটিকে না পেয়ে তার পরিবার জয়দেবপুর থানায় একটি অভিযোগ করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেরার মুলাইদ পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় আল্পনা আক্তার রুবিনা তার বোন ও সহযোগী ফাতেমা এবং রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।  

আদালতের মাধ্যমে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ০ ৮, ২০২৩    
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।