ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ইজিবাইক চোরচক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
কামরাঙ্গীরচরে ইজিবাইক চোরচক্রের ২ সদস্য আটক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ইজিবাইক চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।  

সোমবার (১০ এপ্রিল) বিকেলে  র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- অনিক হোসেন (৩০) ও আরমান (৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার লালগুদাম তারা মসজিদ বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালায়। অভিযানে চোরাই ইজিবাইকসহ ইজিবাইক চোরচক্রের ২ সদস্যকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি  জানান, আসামিরা ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ইজিবাইক সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।