লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনির আহম্মদ ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১০ এপ্রিল) রাতে নোয়াখালী র্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক মনির জেলার রায়পুর থানাধীন বামনী ইউনিয়নের বামনী গ্রামের মৃত কালু ভূঁইয়ার ছেলে। তিনি রায়পুর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিলেন।
এছাড়া মামলার বাদী হচ্ছ্নে ভিকটিম কিশোরীর বাবা এবং বিবাদী একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা।
র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গত ৩ এপ্রিল মনির আহম্মদ তার এক প্রতিবেশীর ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিমের বাবা। পরে র্যাব-১১ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিশেষ অভিযান পরিচালনা করে মনির আহম্মদকে আটক করতে সক্ষম হয়।
আটক মনিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এফআর