ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকের ধাক্কায় বাইসাকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মাগুরায় ট্রাকের ধাক্কায় বাইসাকেল আরোহী নিহত সংগৃহীত ছবি

মাগুরা: যশোর সড়কের মাগুরা সদর উপজেলার জাগলা সাত মাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় সশান্ত শিকদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

নিহত সশান্ত শিকদার মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের জিতেন্দ্রনাথ শিকদারের ছেলে।

 

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার জাগলা সাত মাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী সশান্ত শিকদার গুরুতর আহত হন।  

পরে স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।