ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মুকসুদপুরে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে এক ব্যক্তির টাকাসহ ছিনতাই করে পালানোর সময় ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীরা হলেন- মুকসুদপুরের পশারগাতী গ্রামের দেলোয়ার শেখের ছেলে নিজাম শেখ (২৫), তার ভাই মেহেদী শেখ (২২), মাদারীপুর সদরের ফেরদৌস (৩৫) এবং গাজীপুরের টুঙ্গী এলাকার জাহাঙ্গীর  আলম (৩২)।

স্থানীয় সূত্রে জানায়, উপজেলার রাহুথড় থেকে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হককে ছিনতাইকারীরা ধরে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ ১২-০০৪৯) করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে তাদের ধাওয়া করলে তারা দ্রুত প্রাইভেটকার নিয়ে স্থান ত্যাগ করার সময় মুকসুদপুর উপজেলার নয়াকান্দি এলাকা থেকে জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে। এ সময় ইমদাদুল হকের কাছে থাকা ৪ লাখ টাকা খোয়া যায়।  

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসলেমউদ্দীন ও এসআই শাহারিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।  

মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মারুফ শেখ জানান, কোম্পানির সেলসম্যান ইমদাদুল হককে ৪ লাখ টাকাসহ ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করেছে। কিন্তু তার কাছে থাকা টাকা পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, নগদ এর সেলসম্যান কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার বিভিন্ন বাজারের এজেন্টদের কাছে টাকা বিতরণ করার সময় ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে সহায়তায় পুলিশ ৪ ছিনতাইকারীকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।