ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ১৮০ লিটার চোলাই মদসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
কটিয়াদীতে ১৮০ লিটার চোলাই মদসহ বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান পরিচালনা করে ১৮০ লিটার চোলাই মদসহ মো. মাসুম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক মাদক বিক্রেতা মো. মাসুম (৪০) কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া (গুরুদয়াল সরকারি কলেজ রোড) এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।  

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।  

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কটিয়াদী উপজেলার পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা।  

এসময় মাদক বিক্রেতা মো. মাসুমকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা দুইটি বস্তার ভিতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়াসেল।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।