ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভোমরা সীমান্তে স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
ভোমরা সীমান্তে স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

সাতক্ষীরা: ভারতের পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ মোহাম্মদ নাফিজ শেখ (৩২) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমসের সামনে থেকে তাকে আটক করেন।

আটক মোহাম্মদ নাফিজ শেখ (৩২) মুন্সিগঞ্জ জেলার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।

ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমস অফিসের সামনে থেকে পাসপোর্টধারী যাত্রী নাফিজ শেখকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২৯ লাখ ২২ হাজার টাকা।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।