ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাসেল ভাইপারের দংশনে একমাস ভুগেও শেষ রক্ষা হলো না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
রাসেল ভাইপারের দংশনে একমাস ভুগেও শেষ রক্ষা হলো না

ফরিদপুর: বিষধর রাসেল ভাইপার সাপের দংশনে অসুস্থ হয়ে দীর্ঘ একমাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও বাঁচতে পারলেন না মো. বিশা প্রামাণিক (৫০) নামে এক কৃষক।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলের দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর এলাকার নিজ বসতবাড়িতেই তার মৃত্যু হয়।

বিশা প্রামাণিক নিঃসন্তান ছিলেন বলে জানা গেছে।

মৃতের আত্মীয় কামরুল ইসলাম জানান, একমাস আগে বাড়ির পাশে সরিষা ক্ষেতে কাজ করতে গেলে বিষধর রাসেল ভাইপার সাপ দংশনের শিকার হন বিশা প্রামাণিক। এরপর তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার (১২ এপ্রিল) তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। এরপর আজ (১৩ এপ্রিল) বিকেলে তিনি মারা যান। রাতেই তাকে দাফন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।