ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বশেমুরবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বশেমুরবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব-১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়াজন করা হয়।
 
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সা‌ড়ে ১০টায় ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃ‌ত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে।


 
এ সময় ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব সকলকে বাংলা নববর্ষর শুবেচ্ছা ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

মঙ্গল শোভাযাত্রায় অত্র বিশ্ববিদ্যালয়র শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করন।
এছাড়া জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আল‌মের নেতৃ‌ত্বে অপর এক‌টি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।