ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পিকআপযোগে পাচারের সময় ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।  

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।

 

আটকরা হলেন- নওগাঁ জেলার সাপাহার থানার আনারপুর গ্রামের মো. সাইফউদ্দীনের ছেলে মো. হামিদুর রহমান (৩২) ও একই গ্রামের পিয়ার আলীর ছেলে মো. আব্দুল খালেক (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার ভোররাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তরের দক্ষিণপাশে এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যানে  তল্লাশি চালিয়ে ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয় ও দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তিারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।