ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসাশিক্ষার্থীর

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসাশিক্ষার্থীর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল্লাহ তাহসিন (১২) নামে এক মাদরাসাশিক্ষার্থী পুকুরে ডুবে মারা গেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন মাদরাসাতুদ্দাওয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

 

তাহসিন ওই মাদরাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী। সে সোনাপুর ইউনিয়নের চরপাতা গ্রামের আফজাল পাটওয়ারী বাড়ির মাওলানা হানিফের একমাত্র ছেলে।

তাহসিনের খালা তাহেরা বেগম জানান, তাহসিন দুই বছর আগে মাদরাসায় ভর্তি হয়। সে ওই মাদরাসার আবাসিক হলে থেকে লেখাপড়া করতো। শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে আমরা তার মৃত্যুর সংবাদ পাই। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে শিক্ষকরা আমাদেরকে জানায়। দুর্ঘটনায় শিক্ষকদের দায়িত্ব অবহেলাকে দায়ি করছেন তিনি।  

মাদরাসার সুপার নুর উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা জুমার নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ শেষে লোকজন এসে দেখে মাদরাসার পুকুর তাহসিনের দেহ ভাসছে। সেটি উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।