ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের আগে মার্কেটে আগুন, খতিয়ে দেখতে বলল ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
ঈদের আগে মার্কেটে আগুন, খতিয়ে দেখতে বলল ফায়ার সার্ভিস

ঢাকা: ঈদের আগেই কেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা আইন-শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।

ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে, যার অধিকাংশই ভোরে ঘটছে। এ আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বা নাশকতা কিনা জানতে চাইলে ডিজি বলেন, আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

তিনি বলেন, উৎসুক জনতা ভিড় করে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাবো শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।