ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুকেন্দ্রের তামার তারসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
রামপাল তাপবিদ্যুকেন্দ্রের তামার তারসহ যুবক আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুকেন্দ্রের তামার তারসহ মো. শামীম (২৫) নামে এক যুবককে আটক করেছেন আনছার সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল) সকালে বিদ্যুৎ কেন্দ্রের লেভার গেট থেকে ওই যুবককে আটক করা হয়।

এ সময় তার কোমরে থাকা ২২ পিস তামার তার জব্দ করেন আনছার সদস্যরা। যার ওজন ছিল ৭ কেজি এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা।

আটক শামীম চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার কাচিয়াপাড় এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধার করা মালামালসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুরক্ষিত রাখতে আনছার-ব্যাটালিয়ন সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ৫৬টির বেশি অভিযানে প্রায় ৬৭ লাখ ৫৭ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৪৭ জন চোর আটক করেন আনছার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।