ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুর শহরের বারীপ্লাজা মার্কেটে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
ফরিদপুর শহরের বারীপ্লাজা মার্কেটে আগুন

ফরিদপুর: ফরিদপুর শহরের নিউমার্কেটের পাশে থানা রোডের বারীপ্লাজা মার্কেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

৬ তলা মার্কেটটির ৪র্থ তলায় একটি কসমেটিকস ও প্রশাধনীর গোডাউনে শনিবার (১৫ এপ্রিল) রাত ৮ টার দিকে আগুন লাগে।

গোডাউনের পার্টিস্প্রে বডিস্প্রেসহ বিভিন্ন প্রসাধনী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ব্যবসায়ী আজম শেখের ছোট বড় ২টি গোডাউনে মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  

এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।  

ফরিদপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রসাধনীর গোডাউনটিতে পারফিউম ও পার্টি স্প্রে থাকায় সেগুলো গোডাউনের ভেতর বিস্ফোরিত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্যান্য গোডাউনে আগুন ছড়াতে পারেনি।  

আগুন লাগার কারণ নিশ্চিত হতে পারেননি তিনি। তবে সিগারেট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা অনেকের।  

ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৬,  ২০২৩,
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।