ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার গোবিন্দভোগ আম বাজারে উঠবে ১২ মে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
সাতক্ষীরার গোবিন্দভোগ আম বাজারে উঠবে ১২ মে

সাতক্ষীরা: সাতক্ষীরার সুস্বাদু গোবিন্দভোগ আম বাজারে উঠবে আগামী ১২ মে। এছাড়া ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা।

 

রোববার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)  মো.আতিকুল ইসলামসহ জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা।

সভায় জানানো হয়, নির্ধারিত দিনের আগে আম বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা কার্বাইড বা কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকাবে, তাদের জেলে পাঠানো হবে।

সভায় সচেতন নাগরিক হিসেবেও নির্দিষ্ট তারিখের আগে সবাইকে সংশ্লিষ্ট আম না কেনার অনুরোধ জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।