ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
দিনাজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন আদালতের রায়: প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আল-আমিন ওরফে আলালকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৬ এপ্রিল) দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলাল সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর যাতাহার এলাকার খমির উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২০ ডিসেম্বর রাত ৯ টায় খানপুর বাজারে একটি হাতঘড়ি নিয়ে জিয়াউর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় আলালের। এক পর্যায়ে আলাল কাঠ দিয়ে জিয়াউর রহমানের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় জিয়াউরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে  আসামি আলাল আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) রবিউল ইসলাম রবি বলেন, এ রায়ে বাদীর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।