ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় সোয়া ৬ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
বরগুনায় সোয়া ৬ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

বরগুনা: বরগুনার তালতলীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় সোয়া ৬ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকালে বরগুনার তালতলী উপজেলার বটতলা নামক স্থান থেকে ড্রাম ভর্তি করে পিকআপে পাচারের সময় এ পোনা জব্দ করা হয়।

সখিনা কোস্টগার্ডের কন্টিজেন্ট লিডার মো. আলমগীর হোসেন বলেন, উপজেলার বটতলা নামক স্থানে একটি পিক আপে অভিযান পরিচালনা করে ৩১টি ড্রাম থেকে ৬ লাখ ২০ হাজার রেণু পোনা জব্দ করা হয়। এসময় পাচারকারীরা পলাতক ছিল।  

পরে জব্দ করা রেনু পোনা মৎস্য অফিসের সহযোগিতায় বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয় এবং পিকআপ চালকের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।