ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে আগুনে পুড়ল জাতীয় উদ্যান শালবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ধামইরহাটে আগুনে পুড়ল জাতীয় উদ্যান শালবন

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান শালবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে জাতীয় উদ্যান শালবনের দাদরপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বন-বিট কর্মকর্তা আনিছুর রহমান।

আনিছুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে জাতীয় উদ্যানে আমাদের এক বনবিট ডিউটি অফিসার আগুন দেখতে পেলে বিষয়টি জানালে আমি তাংক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনের কারণে প্রায় ৩ শতক এলাকা জুড়ে বাগানে পড়ে থাকা শুকনো পাতা পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস এর ইনচার্জ সাইফুল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নেভানো হয়। পথচারীদের ছুড়ে ফেলা কোনো বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে শালবনের কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।