ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৪২০০ মসজিদে হবে ঈদের নামাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
নারায়ণগঞ্জে ৪২০০ মসজিদে হবে ঈদের নামাজ

নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল ফিতরে এবার বড় পরিসরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এছাড়াও জেলায় চার হাজার ২০০ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অনেক মসজিদে অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. জামাল হোসাইন জানান, কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৯ টায়। এছাড়া এবার জেলার চার হাজার দুই শতাধিক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অনেক মসজিদে একাধিক ঈদের নামাজ হবে।

তিনি জানান, গত দুই বছর ঈদের নামাজে স্বাস্থ্যবিধি ও নানা বিধিনিষেধ থাকলেও এবার কোনো বিধিনিষেধ থাকছে না। এবার পূর্বের মতো সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করবে জেলাবাসী।

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন ও খুতবা করবেন নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া ও মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের মাওলানা কবির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।