ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রাইভেটকারে আগুন, চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
বগুড়ায় প্রাইভেটকারে আগুন, চালক আহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির পিছনে অংশ পুড়ে যায় এবং গাড়িতে থাকা চালক মাইনুর ইসলাম গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সদর থানার সামনে বিকেলে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-২৩-৫০১০) আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। এসে দেখি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তখন প্রাইভেটকারে থাকা গ্যাস সিলিন্ডারটি বের করে আনা হয়। সেটি অনেক উত্তপ্ত অবস্থায় ছিল। এরপর ধীরে ধীরে সেটিকে ঠাণ্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, প্রাইভেটকারে আগুন লাগলে সদর থানার পুলিশ এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারে থাকা ড্রাইভারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুখে ও দাড়ির কিছুটা অংশ পুড়ে গিয়েছে।

এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে চলে আসে। তখন তারা প্রাইভেটকারে থাকা সিলিন্ডারটি উদ্ধার করে বিপদমুক্ত করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।