ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ফেরদৌস মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ চর পুলিয়ামারী এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশা সকালে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চর পুলিয়ামারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফেরদৌস মারা যান। এসময় আহত হন  এক যাত্রী। স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  

এসআই দিদার আরও বলেন, নিহত ফেরদৌস মিয়ার ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।