ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

২০ হাজার পরিবারকে ঈদ উপহার দিল বসুন্ধরা-রংধনু গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
২০ হাজার পরিবারকে ঈদ উপহার দিল বসুন্ধরা-রংধনু গ্রুপ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ হাজার দরিদ্র ও খেটে খাওয়া পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায়, রূপগঞ্জ সদর ইউনিয়ন, মুড়াপাড়া, ভোলাবো এবং দাউদপুর ইউনিয়নের মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, মাংস, তেল, চিনি, সেমাই, আলু ও পেঁয়াজ।

খাদ্যসামগ্রী ও টাকা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, শফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে ও ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতেই এ উদ্যোগ। গত দুই যুগ ধরে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসব ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে রূপগঞ্জের মানুষের পাশে ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।