ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লংগদু সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেনা প্রধানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
লংগদু সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেনা প্রধানের

রাঙামাটি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের দুর্গম বামে লংগদু ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।  

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিকে সকালে হেলিকপ্টারে করে সেনা প্রধান লংগদু জোনে এলে তাকে অভ্যর্থনা জানান, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

পরিদর্শনকালে সেনা প্রধান সেনা সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এসময় সেনা প্রধান দুর্গম পাহাড়ে সেনা সদস্যদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কথা তুলে ধরেন। সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদে পাহাড়ে ছুটে আসেন বলে জানান সেনা প্রধান।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।