ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে বীর-মুক্তিযোদ্ধা গোলজারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ঈশ্বরদীতে বীর-মুক্তিযোদ্ধা গোলজারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

 

এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত, ইউএনও) টি এম  রাহসিন কবীরের নেতৃত্ব জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।  

এসময় ঈশ্বরদী উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধা গোলজারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।