ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সাড়ে সাত লাখ টাকাসহ জিয়াউর রহমান (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে নিখোঁজ হওয়ার ঘটনায় জিয়াউরের স্ত্রী সুস্মিতা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

জিয়াউর রহমান পাবনা জেলার সুজানগর থানার সাতবাড়ীয়ার শহিদ মল্লিকের ছেলে। তিনি ফতুল্লার কাশিপুর বাশমুলির মনিরের বাসায় ভাড়ায় বসবাস করতেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিপুর বাশমুলি এলাকা থেকে জিয়াউর নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ জিয়াউরের স্ত্রী সুস্মিতা জানান, জিয়াউর পেশায় অটোরিকশাচালক। ঈদ উপলক্ষে পাবনা থেকে যাকাত দেওয়ার জন্য বিসিকের এক গার্মেন্টস মালিককে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের লুঙ্গি ও গামছা বাকিতে এনে দিয়েছিলেন। বৃহস্পতিবার সে টাকা দেওয়ার কথা ছিল গার্মেন্টস মালিকের। এদিন দুপুর ১২টার দিকে তার স্বামীর সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। সে সময় তার স্বামী তাকে জানান যে, টাকা হাতে পেয়েছে ও তা ইসলামী ব্যাংকে রাখতে যাওয়ার জন্য রওয়ানা দিবে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে কোন গার্মেন্টসের মালিকের কাছে লুঙ্গি, গামছা সরবরাহ করেছেন তা তিনি জানেননি।

নিখোঁজ জিয়াউরের বাবা শহিদ মল্লিক জানান, তার ছেলে অটোরিকশা চালালেও এবারই প্রথম এক গার্মেন্টস মালিকের জন্য পাবনা থেকে লুঙ্গি ও গামছা নিয়ে এসেছিলেন। বিসিকের এক গার্মেন্টসের মালিকের কথা মতো যাকাতের জন্য পাবনা থেকে তার ছেলে গামছা ও লুঙ্গি এসেছিলেন। বৃহস্পতিবার গার্মেন্টস মালিকের লুঙ্গি ও গামছার টাকা পরিশোধের কথা ছিল। এদিন সকাল ১১টা ৪৮ মিনিটের সর্বশেষ তার সঙ্গে ছেলের কথা হয়েছে। তখন তাকে জিয়াউর বলেছিলেন তিনি টাকা পেয়েছেন। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তার কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিজস্ব সোর্স ও তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ নানাভাবে নিখোঁজ জিয়াউরের সন্ধান এবং উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।