ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম শহীদ উল আলম।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বিদেশ সফরে থাকায় গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শহীদ উল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিএফইউজের মহাসচিব দীপ আজাদ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিএফইউজে সভাপতি ২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান সফরে থাকবেন। এ সময় শহীদ উল আলম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।