ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাদের পাশে বিদ্যুতের তার, কেড়ে নিল শিশুর প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ছাদের পাশে বিদ্যুতের তার, কেড়ে নিল শিশুর প্রাণ বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লা আদর্শনগর এলাকায় একতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আদর্শনগরে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশু নিচে পড়ে যায়।

আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা শরীফ হাসান জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চড়ফলকন গ্রামে। বর্তমানে আদর্শনগরের ওই একতলার বাসায় ভাড়া থাকেন। সে নিজে আদর্শনগরে চায়ের দোকান করেন। মা তামিয়া বেগম গৃহিণী। তাওহিদ স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। তিন ভাইয়ের মধ্যে তাওহিদ ছিল দ্বিতীয়।

বাবা আরও জানান, বিকেলে বড় ভাই তাশরিফের (১৩) সঙ্গে একতলার ছাদে খেলতে যায়। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের তার চলে গেছে। সেই তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।