ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় রিফাত ইসলাম (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছোট ভাই রোহান আহম্মদ (১৮) গুরুতর আহত হয়েছেন।

তারা ১ নম্বর কাশেম সড়কের রবিউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শেরে এ বাংলা রোডে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিফাতের। রোহান খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুক্তা রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রিফাত ও রোহান দুই ভাই। রিফাত ফেরিঘাট মোড় সংলগ্ন হানিফ কমপ্লেক্সের সেনেটারি গ্যালারিতে কর্মরত ছিলেন। রোহান একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন। সকালে তারা কাজের স্থানে যাওয়ার জন্য বের হন। নিরালা পার হয়ে হাজি বাড়ির সামনে পৌঁছালে জাহিদুর রহমান সড়কের দিক থেকে একটি বাইসাইকেল তাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। ওই বাইসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে তারা দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। রোহান আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।