ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: স্পিকার

ঢাকা: ডিজিটাল বাংলাদেশকে সমৃদ্ধ করে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত '২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি '২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩' এর শুভ উদ্বোধন এবং কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি এই ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী, উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। স্মার্ট সিটিজেন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে।

স্পিকার বলেন, এসডিজির সফল বাস্তবায়নে সবার জন্য সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। নারী অধিকার, নারী কর্মসংস্থান এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় এ দেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। তাই এই ক্লাবকে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, করোনা অতিমারীতে আর্তমানবতার সেবায় এই ক্লাব যেভাবে আত্মনিয়োগ করেছে, তা প্রশংসনীয়।

এ সময় তিনি এই ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন অনুদান দেওয়া, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষুসেবা দান ইত্যাদি কাজগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

লায়ন্স ইন্টারন্যাশনালের ২০২২-২৩ বর্ষের ডিসট্রিক্ট গভর্নর মো. আব্দুল ওয়াহাব পিএমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ, শেখ কবির হোসেন পিএমজেএফ, মোসলেম আলী খান এমজেএফ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে গ্যাট এরিয়া লিডার নাজমুল হক পিএমজেএফ, ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, এ কে এম রেজাউল হক এমজেএফ এবং এম এ হাসান পিএমজেএফ বক্তব্য দেন। আয়োজিত কনভেনশনের চেয়ারপারসন হিসেবে সৈয়দ শাহ নাজমুল হক স্বাগত বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।