ফরিদপুর: ফরিদপুরের সালথায় হতদরিদ্র ও ছিন্নমূল পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারে এ কম্বল বিতরণ করা হয়।
সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলটির সাংগঠনিক সম্পাদক ফারুক মাতুব্বর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান (মুন্নু), ফরিদপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি ফজলু খান।
অন্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ, রবিউল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোকু, বিএনপি নেতা মো. সিরাজ মোল্লা, কামরুল আহম্মেদ, ফিরোজ মাতুব্বর প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসআরএস