ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাংনীতে সাপের ছোবলে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
গাংনীতে সাপের ছোবলে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর: গাংনীতে সাপের ছোবলে ইয়ারুল ইসলাম (৫০) নামের এক পিয়াজু (বড়া) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ব্যবসায়ি ইয়ারুল গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার মৃত জান আলীর ছেলে।  

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে গাংনী-হাড়িয়াদহ গ্রামের ক্যাশখালীর মাঠে তাকে সাপে ছোবল দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দু রাজ্জাক পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, ইয়ারুলকে ছোবল দেওয়া সাপটিকে খুঁজে বের করে মেরে ফেলেছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, ইয়ারুল শুক্রবার দুপুর ১২টার দিকে তার ধানক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ধানের জমির আইলে, বিষধর গােখরা (কুলিম) সাপ তাকে ছোবল দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে বাঁশবাড়িয়া গ্রামের এক ওঝার কাছে চিকিৎসা দেওয়ার জন্য নেয়। তার আর বিষ নেই বলে জানান ওই ওঝা।

তার বাঁধন ছেড়ে দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ওঝা। পরে বাড়ি নিয়ে আসার সঙ্গে সঙ্গে মারা যান তিনি।

গাংনী বাজার কমিটির সভাপতি শাওন বলেন, এই বিজ্ঞানের যুগে সাপে কাটার আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার পরেও ওঝার কাছে গিয়ে ওঝার অপচিকিৎসায় মৃত্যু হলো একজন ব্যবসায়ির। এঘটনায় তীব্র নিন্দা জানান ওঝা বিরুদ্ধে।  

এনিয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্যও বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।