ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রামপালের সোয়া তিন লাখ টাকার মালসহ আটক ২

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
রামপালের সোয়া তিন লাখ টাকার মালসহ আটক ২

বাগেরহাট: জেলার ফকিরহাট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন লাখ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়।

এ সময়, নির্মাণকাজে ব্যবহৃত পাঁচ হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

আটকেরা হলেন, পাবনা জেলা শহরের বিপ্লব হোসেন (১৯) ও খুলনা সদরের মেহেদী হাসান শান্ত (২৩)। মামলা দায়ের পূর্বক দুই চোর ও উদ্ধার মালামাল ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালসহ দুই চোর আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশের সম্পদ রক্ষায় র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।