কক্সবাজার: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, আমাদের ইতিহাস তৈরি করার ঐতিহ্য আছে। একইসঙ্গে তা হারিয়ে ফেলাও দেখা গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার গোল চত্বর মাঠে আয়োজিত ৯ দিনব্যাপী বইমেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, বই সাথী হিসেবে থাকলে আমরা আমাদের কাজকে বুঝতে পারি, ইতিহাস ও সংগ্রামকে ধারণ করতে পারি। এর মধ্য দিয়ে কক্সবাজারের শহীদদের মর্যাদা ও আহতদের পাশে থাকতে পারি। সর্বোপরি মানুষের পাশে থাকতে পারি।
এর আগে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্টলে ২৪ এর আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
এর আগে গত ১০ জানুয়ারি 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ৯ দিনব্যাপী জেলা বইমেলা শুরু হয়।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার ৭৮ স্টল অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএ