ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মে ১, ২০২৩
দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন 

নড়াইল: রোদ-বৃষ্টিতে ভিজে কৃষকের তিল তিল করে গড়ে উঠা স্বপ্ন যখন পরিণত হয়েছে ঠিক তখনি দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে হয়েছে ছাই।  

গত ৩ দিনের ব্যবধানে নড়াইলের সদর উপজেলার কৃষক নাজমুল মোল্যা ও বর্গাচাষি ইমরান শেখের কাটা ধান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারী।

এ ঘটনায় চাষিদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

জানা গেছে, সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের কৃষক নাজমুল মোল্যা শনিবার (৩০ এপ্রিল) ৩৯ শতক জমির ধান কেটে জমিতে স্তুপ করে রেখে আসে। সোমবার (১ মে) সকালে কর্তনকৃত ধান বাড়িতে আনার উদ্দেশ্যে মাঠে গিয়ে দেখেন সব ধান পুড়িয়ে দেওয়া হয়েছে।  

নাজমুল মোল্যা বাংলানিউজকে বলেন, ‘আমি ৩৯ শতক জমিতে ধান লাগিয়েছিলাম। জমি চাষ, চারা রোপণ, সার কীটনাশক প্রয়োগ, শ্রমিক খরচসহ অনেক টাকা খরচ হয়েছে। পাকা ধান কেটে দুটি স্থানে স্তুপ করে রাখা হয়েছে। এই ধান ঘরে তুলে আমাদের ভাতের ব্যবস্থা হবে সেই আশায় ছিলাম। কিন্তু কেন আমার ধান এভাবে পুড়িয়ে দেওয়া হলো জানি না। এলাকায় কারও সাথে কোনো শত্রুতাও নেই। ’
 

এদিকে বৃহস্পতিবার একই গ্রামের বর্গাচাষি ইমরান হোসেনের ১৫ শতক জমির কাটা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।

কৃষক ইমরান শেখ বাংলানিউজকে বলেন, ‘আমি একজন ভ্যান চালক। ১৫ শতক জমি বর্গা করেছি। ধার-দেনা করে ধান লাগিয়েছিলাম। পাকা ধান কেটে জমিতে শুকানো হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। ধান লাগাতে গিয়ে ধা- দেনা করেছি। এখন সংসার কিভাবে চালাবো আল্লাহপাকই ভালো জানেন। ’ 

ভদ্রবিলা গ্রামের বাসিন্দা কৃষক সেলিম হোসেন বাংলানিউজকে জানান, এলাকায় কোনো ধরনের দলাদলি নেই। তবে একব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। অনেকেই ধারণা করছেন, ওই ব্যক্তি এ ঘটনা ঘটাতে পারে।

এদিকে দুটি জমির ধান পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকার কৃষকরা চরম আতঙ্কে রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের জোর চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ০১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।