ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ২, ২০২৩
সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪৪), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও অ্যাম্বুলেন্স চালক রংপুর জেলার তারাগঞ্জ থানার দক্ষিণ হাজীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে লাল মিয়া।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন নিহত মশিউরের ভাগ্নে একই এলাকার একরামুলের ছেলে আব্দুল বাতেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে মোস্তাফিজ নামে একজন রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সলঙ্গা থানা এলাকার রয়হাটি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ মশিউর ও রানু বেগমের মৃত্যু হয়। এছাড়া আহত হন ভাগ্নে আব্দুল বাতেন। তবে রোগী মোস্তাফিজ সুস্থ্য আছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।