ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২, ২০২৩
প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ৪

ফরিদপুর: ফরিদপুরে এক সৌদি প্রবাসীর বাড়িতে দেশিয় অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১ মে) বিকেলে ফরিদপুরের কোতয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে রোববার (৩০ এপ্রিল) ও সোমবার (০১ মে) ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বেপারীডাঙ্গী গ্রামের শেখ মজিদের ছেলে শেখ রাসেল (২৫), জেলা সদরের বিলমামুদপুর এলাকার নুরু কবিরাজের ছেলে বাবু কবিরাজ (৩৫), জেলার নগরকান্দা উপজেলার গঁজগাহ গ্রামের পাচু মন্ডলের ছেলে রাকিব মন্ডল (২৫) ও একই উপজেলার বিল গোবান্দিপুর গ্রামের আব্দুল বেপারীর ছেলে কোরবান বেপারী (৫৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ২০২৩ সালের ২১ জানুয়ারি দিবাগত গভীর রাতে ফরিদপুর পৌর সদরের ভাজনডাঙ্গা এলাকায় মহাসিন প্রমাণিক নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে দেশিয় অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এসময় দেশিয় অস্ত্র বটি, দা দিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘরে স্টিলের আলমারিতে থাকা নগদ ১১ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণের অলঙ্কার, দুটি মোবাইল ফোন এবং তিনটি বিদেশি কম্বল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেওয়া এসবের পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

সুমন রঞ্জন সরকার জানান, পরে এ ঘটনায় সৌদি প্রবাসীর পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িতের গ্রেপ্তারে মাঠে নামে। তারই ধারাবাহিকতায় ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।  

এর আগে এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের শেখসহ পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ