ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করবে সৌদি আরব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, মে ৩, ২০২৩
সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করবে সৌদি আরব

ঢাকা: সুদান থেকে বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় মাজেন বিন হামাদ আল হামালির সঙ্গে ছিলেন মক্কা অঞ্চলের চিফ অব প্রোটোকল এবং কনসাল কনস্যুলার।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হোক ও রিয়াদের বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা।

বুধবার (৩ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অফিসের প্রধান মাজেন সুদান থেকে বাংলাদেশিদের ফেরানোর জন্য সৌদির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সুদান থেকে প্রত্যাবর্তনকারীদের বেধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা প্রদান করেন।

বৈঠকে মদিনা থেকে বিমানের ফ্লাইট জেদ্দায় অবতরণের জন্য দ্রুতগতিতে ল্যান্ডিং পারমিট ইস্যু করবে বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয়। একইসঙ্গে প্রত্যাবাসন সংক্রান্ত যেকোনো বিষয়ে সৌদির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার নিশ্চয়তা দেওয়া হয়।

আরও পড়ুন: খার্তুম থেকে ৬৫০ জন বাংলাদেশি ফিরছেন

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এরপর জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন পরিদর্শন করেন। ওইসময়ে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সাময়িকভাবে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষ এবং জেদ্দা মিশনকে দিক নির্দেশনা দেন।

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদার রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সময়মতো দেশে ফেরত পাঠাতে বিমানে পর্যাপ্ত আসন বরাদ্দের বিষয়ে আলোচনা করেন ও শিডিওল নির্ধারণ করে দেন।

বাংলাদেশ সময়: ০৮২৮  ঘণ্টা, মে ৩,  ২০২৩
টিআর/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।