লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।
বুধবার দিবাগত (৩ মে) রাত ২টার দিকে একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা।
মুহূর্তেই পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি ফার্নিচার দোকান, দুটি চা দোকান, একটি সেলুন ও একটি গ্রিল ওয়ার্কশপ রয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের লিডার ছলিম উল্যাহ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে জানানো হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছে ও আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মে ০৪, ২০২৩
আরএ