ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আবারও মিলল এয়ারক্রাফটের প্রপেলার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ৫, ২০২৩
লক্ষ্মীপুরে আবারও মিলল এয়ারক্রাফটের প্রপেলার! মাটি কাটার সময় পাওয়া এয়ারক্রাফটের প্রপেলারটি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাটি কাটার সময় এয়ারক্রাফটের প্রপেলার (রোটারসহ পাখা) পাওয়া গেছে।

শুক্রবার (৫ মে) সকালে জেলা সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি ক্ষেতে এটি পাওয়া যায়।

 

এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে এয়ারক্রাফটের প্রপেলার (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় বার বার এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে।  

স্থানীয়রা জানান, এনিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ পাওয়া গেল। উদ্ধার হওয়া এসব প্রপেলার ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা তাদের।  

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছে, তাদের বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছেনও। এ ব্যাপারে রোববার (৭ মে) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

** মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের পাখা!

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।