ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, মে ৫, ২০২৩
ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

নেত্রকোনা: ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে মো. তাসিন মিয়া (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

নিহত তাসিন একই গ্রামের সেকুল মিয়ার ছেলে।

আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহার বাংলানিউজিকে জানান, কমলাশ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার জমির পাকা ধান কাটার জন্য জনৈক শামছুল কবীর রাহাতের হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছিল। বিকেল সাড়ে ৫টার দিকে তাসিন ধান কাটার মেশিন দেখতে গিয়ে হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার বাংলানিউজকে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে হারভেস্টার চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।